পাথারকান্দি কলেজে দু’দিনব্যাপী মকড্রিল ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাথারকান্দি কলেজের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কলেজ প্রাঙ্গণে
অনুষ্ঠিত হওয়া মকড্রিল অনুষ্ঠান সম্পন্ন হল। দুর্যোগ মোকাবিলা নিয়ে পাথারকান্দি কলেজে অনুষ্ঠিত হয় মকড্রিল সচেতনতা সভায়। এতে ভূমিকম্প, বন্যা, ভূমিধস সহ প্রাকৃতিক বা মানবসৃষ্ট সঙ্কট থেকে কীভাবে রক্ষা বা উদ্ধার করা সম্ভব তা নিয়ে দু’দিনব্যাপী মকড্রিল করে দেখালো ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স। ২০ ও ২১ ফেব্রুয়ারি দু’দিন ধরে চলে পাথারকান্দি কলেজ প্রাঙ্গণে ফাস্ট বিএন এনডিআর এফ-র এক দল ও একজন অ্যাসিস্টেন্ট কমান্ডেন্টের নেতৃত্বে অবস্থান করছিল জেলাভিত্তিক দুর্যোগ মোকাবিলার মক এক্সারসাইজের জন্য পাথারকান্দি কলেজের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মকড্রিল।

মঙ্গলবার সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, অগ্নিনির্বাপক বাহিনী, পাথারকান্দি পুলিশ, জেলা দুর্যোগ মোকাবিলা অথোরিটির কর্মকর্তাদের নিয়ে কলেজ মিলনায়তনে এ সংক্রান্ত এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ নিয়ে সাবলীলভাবে বিশদ তুলে
ধরেন ফাস্ট বিএন এনডিআরএফ-র
অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট অজয় মানহাস।

পাথারকান্দি কলেজে দু'দিনব্যাপী মকড্রিল ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের

শেষদিন বুধবার প্রায় সহস্রাধিক কলেজ পড়ুয়াদের সামনে দুর্যোগের সময় কীভাবে ত্রাণ বা উদ্ধার করা সম্ভব তা কলেজ হোস্টেল থেকে মেয়ে, শিশু সহ প্রায় ২০ জনকে উদ্ধার করে দেখান অ্যাসিস্টেন্ট কমাডেন্ট মানহাস, ইন্সপেক্টর আর কে মীনা ও এনডিআরএফ টিম। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষ পড়ুয়াদের নিয়ে বৃহৎ আকারে এ ধরনের আরেকটি মক এক্সারসাইজ শিবির করার অনুরোধ জানালে এনডিআরএফ কর্তৃপক্ষ
তাতে সম্মতি প্রকাশ করে।

পাথারকান্দি কলেজে দু'দিনব্যাপী মকড্রিল ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের

কলেজ অধ্যক্ষ মঞ্জুরুল হক মকড্রিলের মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হবেন এই আশা প্রকাশ করে জেলা প্রশাসনসহ এনডিআরএফ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার, জেলা দুর্যোগ মোকাবিলা অথোরিটির আরিফুল
হক, সংশ্লিষ্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ডিম্পি পাল, ড. মুনমী শ‍ইকিয়া, শতরূপা দেব, কে তমনি সিংহ, ড. সুইটি নাথ বড়ভুইয়া, ড. হামিদ উদ্দিন, ড. কে মেমা সিংহ, কাজি আবু বক্কর সেলিম প্রমুখ।

Author

Spread the News