হোটেলে হত্যাকাণ্ড, আটক দুই সহকর্মী
বরাক তরঙ্গ, ২ আগস্ট : গোলাঘাটের সরুপাথরে রাতে এক লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এক হোটেলের কর্মচারীকে খুন করার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে।
২০ বছর বয়সী কর্মচারী অজয় মোদিকে হত্যা করা হয়েছে। এই জঘন্য ঘটনা শুক্রবার রাতে মনালিসা নামক হোটেলে ঘটে।
খবর অনুযায়ী, ওই রাতে হোটেলের চারজন মাতাল কর্মচারীর মধ্যে বচসা শুরু হয়। এরপর সেই বিবাদের চরম পরিণতিতে সদ্য নিযুক্ত কর্মচারী অজয় মোদিকে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডে অভিযুক্ত বিপুল শর্মা পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অলিল কাওয়ার এবং প্রদীপ কর্মকারকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে সরুপাথর থানার তদন্ত অব্যাহত রয়েছে।