পাথারকান্দি লক্ষীপুরে ধৃত দুই বাংলাদেশি গরু চোর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : রাতের অবৈধভাবে সীমান্তে কাঁটা তারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতে গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি গরু চোর সহ স্থানীয় এক দালাল। দেরিতে পাওয়া এক খবরের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার গরু চুরির উদ্দেশ্যে পাথারকান্দি থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তের লক্ষীপুরে এসেছিল বাংলাদেশী গরু চোরের একটি দল৷ অপরিচিত লোকদের দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয় এতে তাদের ডাকলে কয়েকদিন মুহুর্তের মধ্য হাওয়া হয়ে গেলেও অবশেষে ধরা পড়ে দুই বাংলাদেশি গরু চোর সহ দীর্ঘদিন থেকে সাহায্য করে আসা লক্ষীপুর এলাকার এক ব্যক্তিকে।
স্থানীয় জনগণের হাতে আটক হওয়া দুই চোর হল আব্দুল কাদির ও গিয়াস উদ্দিন। তাদের বাড়ি মৌলবীবাজার জেলার বড়খলা থানা অধীন ধিমাই গ্রামে। স্থানীয় আটক ব্যক্তি হল লক্ষীপুরের নুর উদ্দিন। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে লক্ষীপুর বিএসএফ সমঝে নেয় ধৃত তিন গরু চোরকে৷
