পাথারকান্দির বাইপাসে বন্ধ লরিতে বাইকের ধাক্কা, মৃত্যু অসম পুলিশের দুই কর্মীর

পাথারকান্দির বাইপাসে বন্ধ লরিতে বাইকের ধাক্কা, মৃত্যু অসম পুলিশের দুই কর্মীর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল পাথারকান্দির বাইপাসে। বন্ধ লরিতে ধাক্কা মেরে প্রাণ হারালো দুই বাইক আরোহী। মর্মান্তিক দুর্ঘটনাটি পাথারকান্দি বাইপাসের রাজবাড়ি সংলগ্ন স্থানে সংঘটিত হয় বৃহস্পতিবার রাত পৌনে নয়টা নাগাদ। মৃত দুই যুবক  দামছড়া এলাকায় অসম পুলিশের কর্মরত। তারা বাইক নিয়ে এরালিগুল ১৫ ব্যাটেলিয়ান ক্যাম্পে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। মৃতরা হলেন বুরঙ্গা জিপির খিলরবন্দ গ্রামের রাজীব দেববর্মন ও দামছড়া এলাকার বাসিন্দা বুধন বর্মন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বালু বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা দেয় পাথারকান্দি থেকে শিলচর অভিমুখী একটি রয়েল এনফিল্ড বাইক। ঘটনাস্থলে বাইকে থাকা দুই যুবকের মৃত্যু ঘটে। স্থানীয় মানুষের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় মৃতদের উদ্ধার করার পাশাপাশি পাথারকান্দির থানায় খবর পাঠান। খবর পাওয়া মাত্র স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হয় এবং মরদেহ দু’টি নিজেদের জিম্মায় নিয়ে যায়।

Spread the News
error: Content is protected !!