৮ নম্বর জাতীয় সড়কের পোয়ামারায় ৪ কোটির মাদক সহ আটক দুই

বরাক তরঙ্গ, ৫ মে : আইজল থেকে ধুবড়ি পাচারের পথে করিমগঞ্জ জেলায় ধরা পড়ল দুই মাদক পাচারকারী। উদ্ধার করা হল হেরোইন। শুক্রবার সাতসকালে গোপন সূত্রের খবরের অভিযানে নেমে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের পোয়ামারা এলাকায় এই সাফল্য পেল পুলিশ। অভিযান AS 10 F 4531নম্বরের অল্টো গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় ৪৮টি সাবান কেস। ৫৬৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

পুলিশ এই অভিযানে আব্দুল্লা চৌধুরী ও আবুল খায়ের নামে দুই পাচারকারীকে আটক করেছে। উদ্ধার হেরোইনের মূল্য আনুমানিক চার কোটি টাকা হবে বলে জানা যায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News