সোনাইয়ের বিদ্রোহীপারে ইয়াবা সহ আটক দুই
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। বুধবার কাবুগঞ্জ–কচুদরম পূর্ত সড়কে বিদ্রোহীপার এলাকায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারিকে আটক করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে কচুদরম পুলিশের অভিযানকালে একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ইব্রাহিম হোসেন মজুমদার (৩০) ও মকবুল হোসেন মজুমদার (৪৬)। দুজনেই সোনাইয়ের বিদ্রোহীপারের বাসিন্দা বলে জানা গেছে।

