ট্যাক্স কালেক্টরের ওপর হামলা, গুয়াহাটি থেকে গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : সোনাই বাজারের ট্যাক্স কালেক্টরের ওপর হামলায় জড়িত দুই অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার মাস দিন পর বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত পিঙ্কু লস্কর ও তাঁর ভাই রিঙ্কু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফেরার আরও পাঁচ অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১২ জুন রাত অনুমান সাড়ে দশটা নাগাদ সোনাই বাজারের ট্যাক্স কালেক্টরের ওপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে সোনাই বাজার। এতে গুরুতর ভাবে জখম হওয়া সোনাই পুরসভার নিয়োজিত বাজারের তোলা আদায়কারী কালাম শেখকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রের আঘাতে শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন নিকটাত্মীয়রা।

ঘটনার পর কালামের স্ত্রী সোনাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করতে তীব্র অভিযান শুরু করে এবং সফল হয়।

Spread the News
error: Content is protected !!