রামনগরে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ভাগার দুই যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরের দিকে কাছাড় পুলিশ শিলচার-আইজল বাইপাস, রামনগরে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করে। মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আসা AS 12T/4527 নম্বরের একটি বোলেরো আটক করে তল্লাশি চালায় পুলিশ।গাড়ির বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং দুই যুবককে আটক করে পুলিশ।

ধৃত দুই যুবক হল তজিমুল হোসেন লস্কর (২২) ও আনামুল হক মজুমদার ওরফে সৈদুল্লা (২৩)। উভয়ের বাড়ি ভাগা বাজারে। মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৬ (ছয়) কোটি টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে। ছিলেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো।

Spread the News
error: Content is protected !!