ভূমিকম্পে আহত ২৯ জন ইন্দোনেশিয়ায়

১৭ আগস্ট : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সমুদ্রতলের নিচে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রবিবার সকালের এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। খবর দ্য হিন্দু ও ডেকান হেরাল্ডের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি প্রদেশের পোসো জেলার উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) দূরে।

ভূমিকম্পের পর অন্তত ১৫টি আফটারশক অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ কোনও সুনামি সতর্কতা জারি করেনি।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, আহতদের বেশির ভাগকে আঞ্চলিক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই রবিবার সকালের প্রার্থনায় গির্জায় উপস্থিত ছিলেন।

সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু ভিডিওতে গির্জার কাঠামোগত ক্ষতির চিত্র দেখা গেছে। পোসো দুর্যোগ প্রশমন সংস্থা মাঠ পর্যায়ে দ্রুত ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন করছে।

Spread the News
error: Content is protected !!