ইরানে ইজরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা ২১টি মুসলিম দেশের

১৭ জুন : মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে ইজরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের ২১টি দেশ। যুদ্ধের বিরুদ্ধে এই বিরল সংহতি প্রকাশ করে তারা শুধু নিন্দাই নয়, বরং দ্রুত যুদ্ধবিরতি ও পারমাণবিক নিরস্ত্রীকরণেরও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিসরও এই বিবৃতিতে অংশ নিয়েছে।

এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সোমবার এক খোলা চিঠির মাধ্যমে। এতে জানানো হয়, ইরান-ইজরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি শুধু ওই দুই দেশের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকিস্বরূপ। এর ফলে একটি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। দেশগুলো এই প্রেক্ষাপটে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়, “এই সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চল অস্থিরতার মধ্যে পড়বে। আমরা চাই একটি পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং এজন্য সব দেশ যেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (NPT)-তে স্বাক্ষর করে।”

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আমরা ইজরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানাই এবং একই সঙ্গে ইরানকেও আহ্বান জানাই, যেন তারা উত্তেজনা না বাড়ায়। আমাদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।”

ইরানে ইজরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা ২১টি মুসলিম দেশের
Spread the News
error: Content is protected !!