২১জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হল স্বদেশে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শ্রীভূমি অঞ্চল থেকে ২১জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হল বাংলাদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ প্রশাসন ও সীনাম্ত সুরক্ষা বাহিনী। তারই অংশ হিসেবে শ্রীভূমি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়েছে ২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হয়েছে সীমান্তের ওপারে। মঙ্গলবার ভোররাতে ৭ পুরুষ এবং ৬ মহিলা, ৮ শিশু সহ ২১ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আসাম পুলিশ তাদের স্বদেশে
ফেরত পাঠিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি সীমান্ত পথে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে গতকাল ও আজ দুই দফায় পৃথক অভিযান চালানো হয় শ্রীভূমি সীমান্ত এলাকায়। তল্লাশিতে ধরা পড়ে অনুপ্রবেশকারীরা।
প্রাপ্ত খবরের প্রকাশ আসম সরকার ও প্রশাসনের লক্ষ্য কেবল অনুপ্রবেশ প্রতিরোধ নয়, বরং সীমান্ত অঞ্চলের নিরাপত্তাকে আরও জোরদার করা।
বিশেষজ্ঞ মহলের ধারণা, ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রশাসনের এই কড়া অবস্থান সীমান্ত সুরক্ষাকে নতুন দিশা দেবে এবং একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ রোধে আইনশৃঙ্খলার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
উল্লেখ্য, সোমবার ৩৬ জন অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিককে স্বদেশ ফেরত পাঠানো হয়।