আগুনে কুড়িটি ঘর ভস্মীভূত, হাহাকার
বরাক তরঙ্গ, ১৫ মে : ভয়াবহ অগ্নিকাণ্ড! নগাঁও জেলার ধিং আবাসিক এলাকায় কাটাহগুড়িতে আগুন লাগে। ওই এলাকার একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে। এরপর আগুন এক এক করে প্রায় ২০ জনের বাড়িতে ছড়িয়ে পড়লেও ফায়ার ব্রিগেড সময়মতো পৌঁছায়নি।
কিছুক্ষণ পর ধিং ও বটদ্রবা, মরিগাঁও ও মইরাবাড়ি থেকে ফায়ার ব্রিগেডের চারটি গাড়ি এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
আগুনে আক্কাস আলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে ধিং এফআরইউতে নিয়ে যাওয়া হলে আরও চিকিৎসার জন্য নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অগ্নিকাণ্ডে রমজান আলি, আজিবা খাতুন, শামলা খাতুন, আক্কাস আলি, নজরুল ইসলাম, মোস্তফা আহমেদ ও শরিফুল ইসলামের বাড়িতে আগুন লাগে। আগুনে ২ লক্ষ কুড়ি হাজার টাকা নগদসহ গবাদি পশু, ছাগল, হাঁস, মুরগি, গুরুত্বপূর্ণ নথি এবং সোনা ও রূপার গয়না পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও নির্ণয় করা না গেলেও স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।