গো-মাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর, ঘেরাও ফাঁড়ি, আটক ২

গো-মাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর, ঘেরাও ফাঁড়ি, আটক ২

বরাক তরঙ্গ, ১৭ জুন : গো-মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মোদন মোহন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার এলাকার এক ব্যক্তির ঘরে গো-মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের দেখা দিয়েছে। খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।

এদিকে, স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাভর্তি গো-মাংস উদ্ধার করেন। এলাকার থিণাং রংমাই ও চামলাক পো রংমাই নামের দু’জনকে আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয়। এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর ফাঁড়ি এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান।

গো-মাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর, ঘেরাও ফাঁড়ি, আটক ২

এ খবর শুনে তারাপুর ফাঁড়িতে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যেকোনো অবস্থায় গ্রেফতার করতে বলেন। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

গো-মাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর, ঘেরাও ফাঁড়ি, আটক ২

এদিকে, হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গো-মাংস কাণ্ডের ঘটনাকে কখনও মেনে নেবে না তাঁরা। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলেও হুমকি দিয়েছেন তাঁরা। এরফলে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশ এর দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

Author

Spread the News