বন্য মহিষের আক্রমণে প্রাণ হারাল যুবক

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : দক্ষিণ জামুগুড়িহাটের করোনা কেন্দ্রের পাশে একটি বন্য মহিষের আক্রমণে এক যুবক প্রাণ হারিয়েছেন। অকাল মৃত্যু হওয়া ৩০ বছর বয়সী যুবকের নাম দিলদার হোসেন। বোগারাটি গ্রামের বাসিন্দা।

যুবকটি সকালে তার গরুগুলোকে মাঠে চরাতে নিয়ে যাওয়ার পথে একটি বিশাল বন্য মহিষ তার দিকে আক্রমণ করে। দিলদার হোসেন ভয়ে পালানোর চেষ্টা করলে বন্য মহিষের আক্রমণের শিকার হন। জামুগুড়ি পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।

বন্য মহিষের আক্রমণে প্রাণ হারাল যুবক

উল্লেখ্য, এই অঞ্চলে আগেও অনেক মানুষ বন্য মহিষের আক্রমণের শিকার হয়েছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ষষ্ঠ সংযোজন থেকে বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করেছে বন্য মহিষ।

Spread the News
error: Content is protected !!