‘আমাকে ছাড়া ট্রাম্প জিততেন না’ দাবি মাস্কের

৬ জুন : মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও এলন মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চর্চার বিষয়। কখনও ঘনিষ্ঠ সহযোগী, কখনও কৌশলী সমালোচক—দুজনের সম্পর্ক বারবার রঙ বদলেছে। তবে এবার ট্রাম্পের সাবেক উপদেষ্টা মাস্ক সরাসরি এমন এক দাবি করে বসেছেন, যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটন থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত।

ট্রাম্পের প্রশাসন থেকে ইস্তফা দেওয়ার কয়েক সপ্তাহ পর, এলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “আমাকে ছাড়া ট্রাম্প হারতেন।” তিনি দাবি করেন, তার প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ হারাত এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলত। মাস্কের এ বিস্ফোরক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন, বিভক্ত হয়েছে বিশ্লেষক মহল।

এক্স-এ প্রকাশিত পোস্টে মাস্ক লিখেছেন, “আমার না থাকলে ট্রাম্প হেরে যেতেন। ডেমোক্র্যাটরা হাউস দখল নিত আর রিপাবলিকানরা সিনেটে ৫১-৪৯ ব্যবধানে পিছিয়ে থাকত।” তার এমন বক্তব্যে স্পষ্ট, তিনি নিজেকে ট্রাম্পের বিজয়ে একটি গুরুত্বপূর্ণ চালক শক্তি হিসেবে তুলে ধরছেন।

‘আমাকে ছাড়া ট্রাম্প জিততেন না’ দাবি মাস্কের

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়, তবে এবারের মতো সরাসরি একে অপরকে আক্রমণ খুব কমই দেখা গেছে। মাস্কের দাবি যে শুধু ট্রাম্পের রাজনৈতিক ইমেজে নয়, রিপাবলিকান দলের অভ্যন্তরেও আলোড়ন তুলেছে, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, এই সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে। তথ্যসূত্র : সিএনএন, খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!