ফের একাধিক জিনিসে নতুন শুল্ক ঘোষণা করল ট্রাম্প

২৬ সেপ্টেম্বর : বেশ কিছুদিন আগে নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি (Tariff) ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ফের একবার নতুন করে একাধিক জিনিসের ওপর শুল্ক আরোপ করলেন তিনি।

তাঁর এবারের তালিকায় রয়েছে রান্না ঘরের জিনিসপত্র, আসবাবপত্র, বাথরুমের বিভিন্ন জিনিস এমনকী ওষুধ আমদানির (Import of drugs) ক্ষেত্রেও ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প।

১ অক্টোবর থেকে ওই নতুন শুল্ক কার্যকর হবে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘আমি ওষুধের ওপর ১০০ শতাংশ আমদানি কর আরোপ করছি। এর কারণ হিসেবে ওষুধের কোম্পানিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করার কথা জানিয়েছেন।

ফের একাধিক জিনিসে নতুন শুল্ক ঘোষণা করল ট্রাম্প

১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া ওই শুল্কের মধ্যে রয়েছে কিচেন ক্যাবিনেট এবং বাথরুমের ভ্যানিটির ওপর ৫০ শতাংশ, গৃহসজ্জার সামগ্রীর ওপর ৩০ শতাংশ এবং ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ কর। এর সপক্ষেও যুক্তি দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, বিদেশি উৎপাদকরা মার্কিন কোম্পানিগুলিকে দুর্বল করে দিচ্ছে। অন্য দেশের আসবাবপত্রে আমাদের দেশ ভরে যাচ্ছে। ভারী ট্রাক এবং যন্ত্রাংশ তাঁদের নিজস্ব উৎপাদকদের ক্ষতি করছে।

এতে ট্রাম্প নিশ্চিত হতে পারবে এই শুল্ক ফেডারেল ঘাটতি কমাতে সাহায্য করবে এবং আমেরিকায় নিজস্ব উৎপাদন বৃদ্ধি করবে। তবে এনিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা, এমন পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়বে। ফলে সেখানকার অর্থনীতি আরও খারাপ হতে পারে।

Spread the News
error: Content is protected !!