যোরহাট থেকে উদ্ধার ত্রিপুরার অপহৃতা নাবালিকা, ধৃত দুই

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : যোরহাট থেকে উদ্ধার হল পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি এলাকা থেকে অপহৃত দুই নাবালিকা। মঙ্গলবার উদ্ধার করা হয় দুই নাবালিকাকে। এই ঘটনায় আমতলি থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। ধৃতরা হল খয়েরপুরের সাগর মিয়া এবং কাঞ্চনমালার জুলুফ মিয়া।

এ দিকে, আমতলি থানার অফিসার ইনচার্জ পরিতোষ দাস বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নাবালিকাকে খুঁজে বের করা হয়েছে। পুলিশ সূত্রের মতে, প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে তবে অপহৃতা নাবালিকা পৃথক সম্প্রদায়ের। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Spread the News
error: Content is protected !!