স্বচ্ছতা মিত্র সুরক্ষা শিবির আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : স্বচ্ছতা মিত্র সুরক্ষা শিবির আয়োজিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই শিবিরের লক্ষ্য ছিল ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ প্রচার করা। শিবিরে বিশেষ করে যারা ক্যাম্পাস স্বাস্থ্যকর ও পরিষ্কার রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সেই স্বচ্ছতা কর্মীদের (হাউস কিপিং) সেবার স্বীকৃতিও প্রদান করা হয়।

স্বাগত বক্তব্যে এনএসএস সেলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক এম. গঙ্গাভূষণ শ্রমের মর্যাদা ও স্বীকৃতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কোনও কাজই ছোট নয় ও প্রতিটি ভূমিকাই সমাজের বিকাশে অবদান রাখে। তিনি স্বচ্ছ ভারত অভিযানের বিবর্তনের এক সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেন।

শিবিরে স্বাস্থ্য বিভাগের অধীন আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির দিশা ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত ও যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের প্রতিনিধি ইকবাল বাহার বড়ভূইয়া বক্তব্য রাখেন। তাঁরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও নিয়মিত চিকিৎসা পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। সেইসঙ্গে স্বচ্ছতা কর্মীদের জন্য উপলব্ধ সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেন।

এদিন স্বচ্ছতা কর্মী, স্বেচ্ছাসেবক ও রিসোর্স পার্সনদের মধ্যে এক মতবিনিময় কর্মসূচিও আয়োজিত হয়। এনএসএস সেলের প্রোগ্রাম অফিসার ড. শুভদীপ রায়চৌধুরী এই মতবিনিময় কার্যক্রমের সমন্বয় করেন। এই অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আইরংমারা ও শিলকুড়ি গ্রামের ৪-৫টি ‘ক্লিনিংলিনেস টার্গেট ইউনিট’ (সিটিইউ) চিহ্নিত করা হয়। স্বেচ্ছাসেবকরা স্বচ্ছতা কর্মীদের সঙ্গে ইতিমধ্যেই একটি ইউনিট সফলভাবে পরিষ্কার করেছেন। বাকি গুলিতেও আগামী ২ অক্টোবরের আগে সম্পন্ন করা হবে। এছাড়াও শিলকুড়ির দুটি নির্দিষ্ট স্থানে এনএসএসের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি ও সমাজসেবামূলক কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the News
error: Content is protected !!