মধ্য মালুগ্ৰাম ট্ৰাস্ট ভবনে প্ৰশিক্ষণ কেন্দ্ৰ, আলোচনা-সমবেত ধ্যান নিরময়ের

বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচর নিরাময়-এর যোগ মহোৎসবের কৰ্মসূচির অন্তৰ্গগত শিলচর মধ্য মালুগ্ৰাম কালীপূজা ট্ৰাস্ট পরিচালিত মণ্ডপে অনুষ্ঠান আয়োজিত হয়েছে বৃহস্পতিবার৷ বৌদ্ধ পূৰ্ণিমা উপলক্ষে যোগ-বিষয়ক আলোচনা সহ সমবেত ধ্যান ছিল অনুষ্ঠানমালায়৷ আয়োজনের যৌথ ব্যবস্থাপনায় ছিল শিলচর নিরাময় ট্ৰাস্ট ও যোগ শিক্ষা সংস্থান এবং মধ্য মালুগ্ৰাম কালীবাড়ি পূজা কমিটি ট্ৰাস্ট৷ নিরাময় ও কালীপূজা ট্ৰাস্টের কৰ্মকৰ্তা সহ এলাকার স্বাস্থ্য সচেতন পুষ-মহিলা ও অভিভাবকরা অংশ নেন৷

নিজেকে সম্পূৰ্ণ ভাল রাখতে যোগ চৰ্চার বিকপ্ল নেই, অভিমত

উদ্বোধনী পর্বে পৌরোহিত করেন কালীপূজা ট্ৰাস্টের সভাপতি বিভূতিভূষণ চক্রবৰ্তী৷ নিরাময়ে তরফে স্বাগত ভাষণে  প্ৰকপ্ল সঞ্চালক জানিয়ে দেন, যোগ-চৰ্চার মাধ্যমে ভাল থাকার বাৰ্তা ছড়িয়ে দিতে অবিরাম কাজ করে চলেছে শিলচর নিরাময় ট্ৰাস্ট ও নিরাময় যোগ শিক্ষা সংস্থান৷ বিভিন্ন সরকারি-বেসরকারি প্ৰতিষ্ঠান, স্কুল-কলেজ, এনজিও, ট্ৰাস্ট প্ৰত্যেকের সঙ্গে মিলে ঘরে ঘরে যোগ শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন প্ৰকপ্ল চলছে নিরাময়ের৷ ইতিমধ্যে ভারত সরকারের যোগ সাৰ্টিফিকেশন বোৰ্ড, ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ও ওয়াইসিবি-আয়ূষ মন্ত্ৰকের লিডিং যোগ ইনস্টিটিউশন পরমানন্দ যোগ-এর অনুমোদনও পেয়েছে সংস্থা৷ তারপর একে একে  নিরাময়ের মহিলা শাখার সভানেত্ৰী কল্যাণী চৌধুরী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নিরময়ের উপদেষ্টা শিবব্ৰত দত্ত, বিশিষ্ট আইনজীবী ধ্ৰুবকুমার সাহা, নিরাময়ের চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য, ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য, কালীপূজা ট্ৰাস্টের কোষাধ্যক্ষ সুভাষচন্দ্ৰ পাল, জিসি কলেজের অধ্যাপক ড. অপ্ৰতীম নাগ প্ৰমুখ যোগাভ্যাসের প্ৰয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন৷ বিভিন্ন বয়সিদের সম্পূৰ্ণ ভাল থাকা ও সুস্থ থাকার মাধ্যম হিসেবে যে যোগ চৰ্চার বিকপ্ল নেই, তা উঠে আসে বক্তাদের কথায়৷ ৮৫-ঊৰ্ধ্ব বিশিষ্ট ক্রীড়াবিদ কালীপূজা কমিটি ট্রাস্টের সম্পাদক আশুতোষ রায়ের আগাগোড়া উপস্থিতি ও তাঁর পরামৰ্শ এ দিনের অনুষ্ঠানে এক অন্য মাত্ৰা জুড়ে দেয়৷

মধ্য মালুগ্ৰাম ট্ৰাস্ট ভবনে প্ৰশিক্ষণ কেন্দ্ৰ, আলোচনা-সমবেত ধ্যান নিরময়ের

বক্তাদের মধ্যে ধ্ৰুব সাহার মতে, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে প্ৰত্যেককে৷ যোগাভ্যাস করতে হবে৷ শিবব্ৰত দত্তের মন্তব্য, একদিন করেই উপকার পাওয়া যাবে, এমনটা ভাবলে হবে না৷ রোজ অনুশীলন চাই৷ তবেই, মিলবে সঠিক ফলাফল৷ মহিলাদের চাপমুক্ত থাকতে নিয়মিত যোগ প্ৰক্রিয়া করা জরি বলে অভিমত ছিল কল্যাণী চৌধুরীর৷ মধ্য মালুগ্ৰামের এই আয়োজন এলাকার জন্য অনুপ্ৰেরণার কারণ হবে বলে উল্লেখ করেন সুভাষবাবু৷ শতাক্ষী ভট্টাচাৰ্য বলেন, নিজেদের জন্য সময় দিতে হবে৷ শরীর-মনকে ভাল রাখা, নিজেকে খুশি রাখার দায়িত্ব অবশ্যই নিতে৷ যোগ কীভাবে আমাদের শরীরে প্ৰভাব বিস্তার করে৷ তার ফলাফল কীভাবে আমরা পাই এমন অনেক বিষয় চিকিৎসা শাস্ত্ৰের দৃষ্টিভঙ্গি থেকে বুঝিয়ে দেন ডাঃ অজিতকুমার ভট্টচাৰ্য৷

‘মধ্য মালুগ্ৰাম কালীপূজা ট্ৰাস্ট’ ও নিরাময়-এর যৌথ ব্যবস্থাপনায় ট্ৰাস্ট পরিচালিত পূজা ভবনে নতুন যোগ প্ৰশিক্ষণ কেন্দ্ৰেরও উদ্বোধন হয় এ দিন৷ বিভিন্ন বয়সের প্ৰশিক্ষাৰ্থীদের এখানে প্ৰশিক্ষণ দেওয়া হবে বলে ঘোষণা করেন নিরাময়-এর চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য৷ ২৬ মে, রবিবার  থেকেই প্ৰশিক্ষণ চলবে বলেও জানিয়ে দেন তিনি৷ পাশাপাশি এ সংক্রান্ত নিয়ম-শৃঙ্খলাও বুঝিয়ে দেন অজিতবাবু৷ নিরাময়-এর অ্যাকাডেমিক ডিরেক্টর ড. সুনীল শর্মা চন্ডীগড় থেকে শুভেচ্ছা বার্তা দেন। কালীপূজা ট্রাস্টের যোগ-ভাবনাকে সাধুবাদ দেন। সবার মিলিত প্রয়াসে এক সুন্দর যোগময় পরিবেশ গড়ে উঠবে, আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, শেষ পৰ্বে সমবেত ধ্যানে শামিল হন সবাই৷ ধ্যান অভ্যাস করান শতাক্ষী ভট্টাচাৰ্য৷ ধন্যবাদ সূচক বক্তব্যের পর হয় সমবেত প্ৰাৰ্থনা৷ তারপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি বিভূতিভূষণ চক্রবৰ্তী৷ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন কমল দে৷ সক্রিয় সহযোগিতা করেন অসীম চৌধুরী ও প্ৰণব দত্ত৷

Author

Spread the News