সাইরাং থেকে দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু, উল্লাস হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : মিজোরামের সাইরাং রেলস্টেশন থেকে আজ ইতিহাস রচিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন সাইরাং–কলকাতা এক্সপ্রেস, সাইরং–গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরং–আনন্দবিহার এক্সপ্রেসের।

এই প্রথম মিজোরাম সরাসরি রেলপথে যুক্ত হলো কলকাতা, গুয়াহাটি ও দিল্লির সঙ্গে। নতুন সংযোগ হাইলাকান্দি হয়ে বরাক উপত্যকার উন্নয়নে সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা স্থানীয়দের। ঐতিহাসিক দিনে হাইলাকান্দি স্টেশনে ছিল উৎসবের আমেজ। হাজারো মানুষ ভিড় জমায় নতুন ট্রেনগুলিকে একনজর দেখতে। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, পুরপতি মানব চক্রবর্তী, বিধায়ক জাকির হোসেন লস্করসহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Spread the News
error: Content is protected !!