ট্রাফিক সতর্কতা : শিলচর-হাইলাকান্দি রোডের গুরুত্বপূর্ণ লেন বন্ধ থাকবে ২০ মার্চ অবদি
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচর- হাইলাকান্দি রোডের ডানদিকের লেন সব ধরনের যানবাহনের জন্য ২০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। উভয় দিক থেকে আসা যানবাহনগুলিকে সংশ্লিষ্ট স্থানে অবশিষ্ট লেন ব্যবহার করে চলাচল করতে হবে। বুধবার শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের পাবলিক ওয়ার্কস (রোডস) বিভাগের (PWRD) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। সিআর অ্যাভিনিউ পয়েন্ট এবং শনি মন্দিরের মধ্যে ৪ মিটার x ৪ মিটার বক্স সেল আরসিসি কালভার্ট নির্মাণের জন্য এই বন্ধ রাখা প্রয়োজন, যা রাস্তার স্থায়িত্ব ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে সহায়ক হবে। তাই শিলচর-হাইলাকান্দি রোডের একটি গুরুত্বপূর্ণ লেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিভাগ থেকে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যে তারা যেন এই রুটে চলাচল করার আগে এই তথ্য অনুযায়ী বিকল্প পথ হিসেবে তাদের পথ চয়ন করতে পারেন। চালকদের সতর্কতা অবলম্বন করতে এবং ওই অঞ্চলে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।