প্রাক্তন পুলিশ প্রধানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহের তির স্ত্রীর দিকে

২১ এপ্রিল : ঘর থেকে উদ্ধার হল কর্নাটকের প্রাক্তন পুলিশ প্রধান ওম প্রকাশের দেহ। রবিবার বেঙ্গালুরুতে তার বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহের তির ওম প্রকাশের স্ত্রী পল্লবীর দিকে। মনে করা হচ্ছে পল্লবীই ওম প্রকাশকে খুন করে থাকতে পারেন। মৃত পুলিশকর্তার দেহে বেশ কিছু ছুরি বা ওই জাতীয় কোনও ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বেঙ্গালুরুর এইচএসআর লেআউট থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে। ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন ওম প্রকাশ। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত তিনি কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন। দক্ষ অফিসার হিসেবে পুলিশ মহলে তাঁর পরিচিতি ছিল। এহেন পুলিশকর্তার মৃত্যুতে বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাক্তন পুলিশ প্রধানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহের তির স্ত্রীর দিকে
Spread the News
error: Content is protected !!