প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তর সিকিম, আটকে পড়েছেন পর্যটকরা

২১ মে : বিপর্যস্ত উত্তর সিকিম। প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের রাস্তা। জলের স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে জলে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাংকালান এবং ফিডংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক (Tourists)।

মঙ্গলবার রাতে সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের শতাধিক গাড়ি। বড় বিপদের আশঙ্কায় মংগন জেলা প্রশাসনের তরফে গাড়িগুলিকে বিডিও অফিসের পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে এদিনও উত্তর সিকিমে পারমিট দেওয়া হয়নি। অনলাইনে আগাম যাঁরা পারমিট নিয়েছেন, তাও বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পারমিট ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।

প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তর সিকিম, আটকে পড়েছেন পর্যটকরা
Spread the News
error: Content is protected !!