নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে ভারত সহ-একাধিক দেশের পর্যটকবোঝাই বাস! নিহত ৫, আহত বহু

২৩ আগস্ট : নিউ ইয়র্কে ভারত সহ-একাধিক দেশের পর্যটকবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ল। বাসে ৫৪ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত এক শিশু-সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কিছু যাত্রী। স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বাফেলো থেকে ৪০ কিলোমিটার দূরে পেমব্রোকের কাছে আই-৯০-তে দুর্ঘটনাটি ঘটেছে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতির কারনেই নিয়ন্তণ হারিয়ে উলটে যায় বাসটি। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে সব রাস্তা।

বাসের যাত্রীদের মধ্যে বেশিরভাগ পর্যটক ভারত, চিন এবং ফিলিপিন্সের নাগরিক। পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন জরুরি পরিষেবার কর্মীরা। আনা হয়েছে হেলিকপ্টার।

Spread the News
error: Content is protected !!