বিদেশির নামে স্বদেশি নাগরিকদের নির্যাতন, কালো ব্যাজ পরে ঈদের জামাতে

বিদেশির নামে স্বদেশি নাগরিকদের নির্যাতন, কালো ব্যাজ পরে ঈদের জামাতে

বরাক তরঙ্গ, ৭ জুন : বিদেশির নামে স্বদেশি নাগরিকদের নির্যাতনের প্রতিবাদ জানালো ঈদের জামাতে আমসু। ঈদগাহে কালো ব্যাজ পরিধান করে নামাজের আগপ মৌন প্রতিবাদ সাব্যস্ত করল আমসু। আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশে বিদেশির নামে স্বদেশি নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে ঘোড়ামারা আঞ্চলিক আমসুর উদ্যোগে এবং শ্রীভুমি জেলা আমসুর সহযোগিতায় দেওয়াকুড়ি ঈদগাহের সামনে আমসু কর্মীরা হাতে কালো ব্যাজ পরিধান করে মৌন প্রতিবাদ করেন। এদিন আমসুর কর্মীরা হাতে হাতে প্লে কার্ড নিয়ে মৌনতা অবলম্বন করে ঈদগায় প্রবেশ করেন এবং কালো ব্যাজ পরিধান করে পবিত্র ঈদের নামাজ আদায় করেন।

এদিনের প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করেন জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, ঘোড়ামারা আমসুর সভাপতি সাহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ লস্কর, মোজমুল হোসেন, লুকমান হোসেন, জাকির হোসেন সহ আঞ্চলিকের কর্মকর্তারা।

বিদেশির নামে স্বদেশি নাগরিকদের নির্যাতন, কালো ব্যাজ পরে ঈদের জামাতে
Spread the News
error: Content is protected !!