আজ টি২০ বিশ্বকাপ ফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি

২৯ জুন : আজ, শনিবার বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনাল। ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। গোটা টুর্নামেন্টেই বৃষ্টি এবার ভুগিয়েছে।ফাইনালেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ম্যাচের দিন রয়েছে ভালমতো বৃষ্টির সম্ভাবনা। ম্যাচের আগের দিনও সেখানে বৃষ্টি হয়েছে। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। শনিবার খেলা শেষ না হলে বা অল্প খেলা হলে বাকিটা শেষ করা হবে রবিবার। আইসিসির নিয়ম অনুযায়ী অন্তত দশ ওভার করে খেলা করতেই হবে। আর দু’‌দিনই খেলা আয়োজন করা না গেলে দু’‌দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে। আর টাই হলে সুপার ওভারে হবে নিষ্পত্তি।

Author

Spread the News