আজ বাগদেবীর পুজো, সেজে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : আজ বাগদেবীর পুজো। দিনটি মাঘ পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুজোর আয়োজন চলছে ঘরে ঘরে।  পুজো শেষ হলেই মাঠে নামবে সাদা পাঞ্জাবি আর বাসন্তী শাড়ির ঢল। 

সরস্বতী পুজো তিথি ২০২৫ পঞ্জিকা:-
বসন্ত পঞ্চমী ২০২৫ সালে সরস্বতী পুজোর তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাংলার ১৯ মাঘ পড়ছে। দিনটি রবিবার। ইংরেজি ২ ফেব্রুয়ারি রবিবার, সকাল ৯ টা ১৬ মিনিটে রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি। সরস্বতী পুজোর অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা থেকে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে। পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ সকাল ৬ টা ৫৩ মিনিটে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড।

এদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকামতে, রবিবার ১৯ মাঘ অর্থাৎ ইংরেজি ২ ফেব্রুয়ারি, ২০২৫ বসন্ত পঞ্চমীর তিথি বেলা ১২ টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হবে। অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট ৪৩ সেকেন্ড থেকে সকাল ১০টা ২৫ সেকেন্ড পর্যন্ত। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড। পঞ্চমী তিথি শেষ হবে সোমবার ২০ মাঘ, ইংরেজি ৩ ফেব্রুয়ারি। সেদিন মাহেন্দ্রযোগ সকাল ৭টা ৪৮ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত রয়েছে।

আজ বাগদেবীর পুজো, সেজে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান
আজ বাগদেবীর পুজো, সেজে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান

Author

Spread the News