কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে টিএলএম প্রদর্শনী মেলা

কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে টিএলএম প্রদর্শনী মেলা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শ্রীভূমি জেলার কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে টিএলএম প্রদর্শনী মেলা বাঘন এলপি স্কুলে সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন হয়। শনিবার কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে টিএলএম প্রদর্শনী মেলায় অনুষ্ঠানে ৩০৪ বাঘন এলপি স্কুলের পাশাপাশি ৫৮৮ নং নলুয়া এলপি স্কুল, ১১০ শরিফনগর এলপি স্কুল, ওয়েস্ট কানিশাইল এলপি স্কুল, মেদল এলপি স্কুল এবং ফকিরটিলা এলপি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজেদের হাতে তৈরি ‍করা রকমারি টিএলএম নিয়ে উপস্থিত হন। এ দিন ক্লাস্টারের সিআরসি কুবাদ উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে বাঘন এলপি স্কুল প্রাঙ্গণে টিএলএম প্রদর্শনী মেলার শুভারাম্ভ  হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীভূমি(করিমগঞ্জ) শিক্ষা খণ্ডের আরেক সিআরসিসি এ এম ফজলুল করিম চৌধুরী। প্রথমে অতিথিরা বিভিন্ন স্কুলের প্রধানদেরকে নিয়ে বাঘন এলপি স্কুলে অনুষ্ঠিত এ দিনের টিএলএম প্রদর্শনী মেলার গাণিতিক ও সাহিত্যিক বিষয়ের সুন্দর সুন্দর শিক্ষনীয় টিএলএম গুলো হেঁটে হেঁটে পরখ করে দেখেন। তারপর তারা সবাই মিলে বিচার করে মার্ক দিয়ে অনুষ্ঠানে সাংখ্যিকতার প্রদর্শনীতে প্রথম পুরস্কার প্রাপক হিসাবে ৫৮৮ নং নলুয়া এলপি স্কুলের সহকারি শিক্ষক প্রীতম রায়কে ঘোষণা দেন। আর যৌথভাবে দ্বিতীয় পুরস্কার লাভ করেন মেদল এলপি স্কুলের শিক্ষিকা সোনালী পুরকায়স্থ ও বাঘন এলপি  স্কুলের শিক্ষিকা অনিন্দিতা দত্ত এবং তৃতীয় স্থান লাভ করেন ওয়েস্ট কানিশাইল এলি স্কুলের প্রধান শিক্ষক তোফাইল আহমেদ। পাশাপাশি সাক্ষরতার প্রদর্শনীতে প্রথম পুরস্কার লাভ করেন ৫৮৮নং নলুয়া এলপি স্কুলের সহকারী শিক্ষক স্নেহাংশু বিশ্বাস, যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেন মেদল এলপি স্কুল ও ফকিরটিলা এলপি স্কুল  এবং তৃতীয় স্থান লাভ করে শরীফনগর এলপি স্কুল ও বাঘন এলপি স্কুল।

কানিশাইল-শরিফনগর ক্লাস্টারের সিআরসিসি কুবাদ উদ্দিনের পৌরহীত্যে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশেষ অথিতি শ্রীভূমি (করিমগঞ্জ) এর আরেক সিআরসিসি এএম ফজলুল করিম চৌধুরী  তার সারগর্ভ বক্তব্যে ক্লাস্টারের অধীন প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা নিজ হাতের তৈরি করা টিএলএম নিয়ে বাঘন এলপি স্কুলে অনুষ্ঠিত টিএলএম প্রদর্শনী মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর তিনি বলেন, সরকার কচিকাঁচা শিশুদের মেধার বিকাশ ঘটানোর জন্য টিচিং লার্নিং মেটেরিয়াল (TLM) এর মাধ্যমে শিক্ষা পদ্ধতি চালু করেছে। এতে ছাত্রছাত্রীরা বেশি উপকৃত হচ্ছে বলে তিনি জানান। তাই ওই টিএলএম  ব্যবহার করে শিক্ষক – শিক্ষিকারা বেশি করে ক্লাস ওয়ান ও টু এর  ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করলে নিশ্চয় ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি শিক্ষা অর্জন করা সহ সহজে আয়ত্ত করে নিতে পারবে  বলে তিনি মত প্রকাশ করে পুনরায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানেন। এরপর এএম ফজলুল করিম চৌধুরী ও সিআরসি কুবাদ উদ্দিন প্রতিটি স্কুলের প্রধানদেরকে নিয়ে পুরস্কার প্রাপকদের হাতে শশাংশা পত্র ও ট্রফি তুলে দেন।

কানিশাইল-শরিফনগর ক্লাস্টারে টিএলএম প্রদর্শনী মেলা

এ দিনের টিএল এম প্রদর্শন মেলায় উপস্থিত ছিলেন শরীফনগর এলপি স্কুলের প্রধান সাব্বির আহমদ, বাঘন এলপি স্কুলের প্রধান নজরুল ইসলাম চৌধুরী, নলুয়া এলপি স্কুলের প্রধান পাপন দাস, ফকিরটিলা এলপি স্কুলের প্রধান নুর আহমদ, ওয়েষ্ট কানিশাইল স্কুলের প্রধান তোফাইল আহমেদ এবং মেদল এলপি স্কুলের প্রধান তপু রায়, বাঘন এলপি স্কুলের অরবিন্দ সিং, সাহাব উদ্দিন চৌধুরী , সাহেদ আহমেদ, এএম রেজাউল করিম চৌধুরী, রফিকুল হাসান সহ প্রতিটা স্কুলের বেশিরভাগ শিক্ষক- শিক্ষিকাগণ। সর্বশেষে সভাপতি সিআরসিসি কুবাদ উদ্দিন সরকারি গাইডলাইন মতে টিএলএম পদ্ধতি ব্যবহার করে ক্লাস ওয়ান ও টু এর ছাত্র-ছাত্রীদেরকে সঠিক দিশা দিয়ে পড়াশুনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Spread the News
error: Content is protected !!