হাইলাকান্দিতে টিপার-বাইকের মুখোমুখি, প্রাণ হারালেন বাবা ও ছেলে
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : টিপারের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার হাইলাকান্দির ৬ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির টিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাইকে ছিলেন সালে আহমদ বড়ভূইয়া ও তাঁর ৮ বছর বয়সী ছেলে। ঘটনাস্থলে দু’জনেরই মৃত্যু ঘটে। ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সালে আহমদ। শিশুটি স্প্রিং ভ্যালি স্কুলের ছাত্র।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যা রাস্তায় নিরাপত্তার অভাবকে সামনে এনেছে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ আরম্ভ করেন। তাঁরা দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যার ফলে একজন পুলিশ কর্মী আহত হন। অবশেষে হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দলে ও আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
![হাইলাকান্দিতে টিপার-বাইকের মুখোমুখি, প্রাণ হারালেন বাবা ও ছেলে হাইলাকান্দিতে টিপার-বাইকের মুখোমুখি, প্রাণ হারালেন বাবা ও ছেলে](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_17373182435836197587310981227557-1024x652.jpg)
![হাইলাকান্দিতে টিপার-বাইকের মুখোমুখি, প্রাণ হারালেন বাবা ও ছেলে হাইলাকান্দিতে টিপার-বাইকের মুখোমুখি, প্রাণ হারালেন বাবা ও ছেলে](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_1721682786379644771340639532664-1024x657.jpg)