সময় শেষ, আজই তিহাড় জেলে আপ সুপ্রিমো

২ জুন : ২১ দিনের অন্তবর্তী জামিন পেয়েছিলেন নির্বাচনী প্রচারের জন্য। সেই ২১ দিন শেষ হয়েছে শনিবারই। জামিনের সময়ই বলা হয়েছিল, ভোট মিটতেই, ২ জুন তিহাড় জেলে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। মাঝে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন এমনকি নিয়মিত জামিনের আবেদনও করেছেন। তবে দিনকয়েক আগেই আপ সুপ্রিমো জানিয়েছিলেন, রবিবার তিনি জেলে ফিরে যাবেন। রবিবার সকালেই তিনি সমাজমাধ্যমে এই প্রসঙ্গে একটি বার্তা দিয়েছেন। তাতে যেমন ২১ দিন অন্তর্বর্তী জামিনের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন রবিবার তিনি আত্মসমর্পণ করবেন তিহাড়ে।

দুপুর ৩টার সময় বাড়ি থেকে বেরোবেন তিনি। প্রথমে যাবেন রাজঘাটে। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কনট প্লেসের হনুমান মন্দিরে যাবেন। সেখান থেকে যাবেন দলীয় কার্যালয়ে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে যাবেন তিহাড়ে। জেলে গিয়েও তিনি সকলের দেখভাল করবেন বলেও জানিয়েছেন। এর আগেও, জেলে বসেই  দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কেজরিওয়াল।

Author

Spread the News