করিমগঞ্জে অধিকার আদায়ের সময় এসেছে : আজমল

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : দীর্ঘ সত্তর বছর পর করিমগঞ্জে আমাদের ন্যায় ও অধিকার পাওয়ার সময় এসেছে। আর এই অধিকার আদায় করতে হবে আমাদেরই। শনিবার করিমগঞ্জ জেলার নিলামবাজারে আয়োজিত জেলা এআইইউডিএফের কর্মী সম্মেলনে কথাগুলো বলেন দল সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল। কর্মী সমর্থকের ভিড়ে ভরা সম্মেলনে কথা গুলো তুলে ধরে সাম্প্রদায়িক বিজেপি সরকার সহ মুসলিম বিদ্বেষী কংগ্রেস দলকে উৎখাতের ডাক দেন তিনি। এদিন মুলত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

করিমগঞ্জে অধিকার আদায়ের সময় এসেছে : আজমল

বক্তব্যে আজমল বলেন ৭০ বছর পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে। এখন আমাদের ন্যায়, অধিকার ও ন্যায্য পাওনা আদায়ের সময় এসে গেছে। তাই দল এবার এখানে যোগ্য ব্যক্তিকে টিকিট প্রদান করবে। দলের মনোনিত প্রার্থীকে এবার জয়ী করে পাওয়া আদায় করবেন। পাশাপাশি তিনি এও বলেন, ৭৫ বছরে এই কংগ্রেস আর বিজেপি মুসলমানদের অনেক পেছনে ফেলে দিয়েছে। কৌমের এই দুর্দিন দেখে তাঁর বুকে আগুন জ্বলছে বলে জানান। তাই তিনি কৌমের উন্নয়নের স্বার্থে কাজ করবেন এবং যতদিন বেঁচে থাকবেন ততোদিন কৌমের স্বার্থে কথা বলে যাবেন। এতে যার খুশি যা বলার বলুক বলে বক্তব্যের ইতি টেনে সভাস্থল ত্যাগ করেন সুপ্রিমো বদরুদ্দিন আজমল।

করিমগঞ্জে অধিকার আদায়ের সময় এসেছে : আজমল

এছাড়াও সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কংগ্রেস দলে কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেস ও বিজেপি দলের বিরুদ্ধে চাচাছোলা ভাষায় বক্তব্য রাখেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, মানকাচাড়ের বিধায়ক আমিনুল ইসলাম, এআইইউডিএফ দলের নেতা তথা বিশিষ্ট শিক্ষাবিদ ড. কেএম বাহারুল ইসলাম, দলীয় টিকিট প্রত্যাশী সাবুল ইসলাম চৌধরী পারুল। পাশাপাশি বদরুদ্দিন আজমলের প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস এবং দলে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ তালুকদার সহ পাথাকারন্দি কেন্দ্র কমিটির কনভেনার কামরান পাশা চৌধুরী প্রমুখ। এছাড়া কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলার তিন বিধায়ক যথাক্রমে সুজাম উদ্দিন, নিজাম উদ্দিন, জাকির হোসেন সহ করিমগঞ্জ জেলা যুব এআইইউডিএফ এর পদাধিকারীরা ও করিমগঞ্জ জেলা কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News