পাথারকান্দিতে তৃতীয় দল হিসেবে সেমিতে টিলাবাড়ি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের তৃতীয় দল হিসেবে উঠল টিলাবাড়ি এফসি। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা হারায় বাড়ুয়াইল রয়্যাল চ্যালেঞ্জারকে ৩-১ হারায় এদিন স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে উত্তোজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটে লাউয়ার গোল করে টিলাবাড়ি এগিয়ে যান। কিন্তু তিন মিনিটের মধ্যেই রয়্যালকে সমতায় ফেরান ডিসা। এরপর জয়ের লক্ষ্যে দুই দলের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। ৫৬ মিনিটে টিলাবাড়ির গোলের সংখ্যা বাড়িয়ে দেন পাওসায়র। সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়েন রয়্যালের খেলোয়াড়রা। তবে স্কোর করতে পারেননি উল্টো আরও একটি গোল হজম করতে হয়েছে তাদের। অতিরিক্ত সময়ে টিলাবাড়ির হয়ে তৃতীয় গোলটি করেন ব্যানার। শেষ পর্যন্ত ৩-১ গোলে টিলাবাড়ি বিজয়ী হয়। এদিনের খেলা পরিচালনা করেন সৌমিত্র দাস, যীশু দাস, আমিরুল হাসান ও কালাসেনা সিনহা।

এদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালের কাবাড়িবন্দ বনাম ফিস মার্কেট একাদশের ম্যাচটি অনিবার্য কারণে অমিমাংসিত থাকে। ওই অমিমাংসিত খেলাটি পুনরার আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন উভয় দল ফের মাঠে নামবে। সেই সঙ্গে টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৩ ও ২৪ অক্টোবর সেমিফাইনাল ম্যাচ দু’টি সম্পন্ন হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।