পাথারকান্দিতে দুল্লভছড়াকে হারিয়ে ফাইনালে টিলাবাড়ি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : পাথারকান্দি ফুটবলে খেতাবি লড়াইয়ে ফিস মার্কেট পাথারকান্দির মুখোমুখি হবে টিলাবাড়ি ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাব। পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৩-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয় টিলাবাড়ির ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাব। বৃহস্পতিবার মুণ্ডমালা খেলার মাঠে সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে এংমাওইয়ার দুর্দান্ত একটি গোলে এগিয়ে যায় টিলাবাড়ি দল। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ দুল্লভছড়া মাঠে খুব একটা সুবিধে করতে পারেনি। ফলে দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে সৌমা ও ৭০ মিনিটে বেনজেমিনের গোলে নিজেদের জয় নিশ্চিত করে টিলাবাড়ি দল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান বেনজেমিন। এদিনের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমিত্র দাস, হাসান আহমেদ, আব্দুল আহাদ পাখি ও অমিতাভ সিনহা। আগামী সোমবার বিকেলে টুর্নামেন্টের ফাইনালে পাথারকান্দি ফিস মার্কেট একাদশ খেলবে টিলাবাড়ি ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাবের বিরুদ্ধে।
