ফুটবল খেলার সময় বজ্রপাত, মৃত্যু খেলোয়াড়ের
৪ অক্টোবর : ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার বিকেলে বাংলাদেশের ফরিদপুর পুরসভার অধীনে বিল মাহমুদপুর হুজুরবাড়ির খেলার মাঠে। নিহতের নাম রুহুল আমিন (২৭)। তিনি শহরের চুনাঘাটা এলাকার মৃত মনি প্রামাণিকের ছেলে।
ওই মাঠে একইসঙ্গে ফুটবল খেলায় অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, বজ্রপাত হওয়ার পরে রুহুল আমিনের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসী ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।