নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে গুলি, মারপিট অসমের তিন যুবককে

নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে গুলি, মারপিট অসমের তিন যুবককে

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবসের দিনেই অসম-নাগাল্যান্ড সীমান্তের মেরাপানিতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। নাগাল্যান্ডে পিকনিক করতে গিয়ে নাগা দুষ্কৃতীদের হামলার শিকার হন অসমের তিন যুবক। নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে নাগারা এয়ারগান দিয়ে গুলি করে এক যুবককে আহত করে। অন্যদিকে অপর দুই যুবককে নির্মমভাবে প্রহার করে দুষ্কৃতীদের দলটি।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে পিকনিক করার উদ্দেশ্যে স্থানীয় কদমগুড়ি এলাকা থেকে কাছের নাগাল্যান্ডের রুণীবস্তিতে গিয়েছিলেন এই তিন অসমিয়া যুবক। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় নাগাদের একটি দল তাদের পথ আটকায়। এরপর কোনও কারণ ছাড়াই যুবকদের উপর্যুপরি মারধর শুরু করে দলটি।

নাগারা শিমসাত বসুমতারি ও সুব্রত নায়কের উপর নৃশংসভাবে হামলা চালাতে দেখে প্রকাশ বড়ো নামের যুবকটি পালানোর চেষ্টা করলে, দুষ্কৃতীরা এয়ারগান দিয়ে তাকে গুলি করে। এতে প্রকাশ বড়োর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কৌশলে পালিয়ে এসে তিন যুবকই মেরাপানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গোলাঘাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Spread the News
error: Content is protected !!