পাথারকান্দিতে কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার হে‌রোইন সহ আটক তিন পাচারকারী

পাথারকান্দিতে কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার হে‌রোইন সহ আটক তিন পাচারকারী

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ জুন : হেরোইন সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল পাথারকান্দি পুলিশ। র‌বিবার রা‌তে তিন যুব‌ক হেরোইন গুলো অন‌্যত্র পাচা‌রের মতল‌বে পাথারকা‌ন্দির পুর‌নো সি‌নেমা হ‌লের পেছ‌নে এক‌টি ঘ‌রে ব‌সে সু‌যো‌গের অ‌পেক্ষায় ছিল।এমন খবর পে‌য়ে পাথারকান্দি পু‌লি‌শের এক‌টি দল অকুস্থ‌লে পৌ‌ছে ঘর‌টি চার‌দিক থে‌কে কর্ডন ক‌রে যুবক‌দের আটক ক‌রে। প‌রে তল্লাশি করে তা‌দের কাছ থে‌কে দু‌’টি সাবা‌ন কেসে প্রায় নব্বই গ্রাম হে‌রোইন সহ কিছু ইন‌জেকশ‌নের সি‌রিঞ্জ তিন‌টি মোবাইল সেট ও নগদ কিছু টাক‌াও বা‌জেয়াপ্ত করে থানা নিয়ে আসে।

ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে পাথারকান্দির কাবা‌ড়িবন্দ গ্রা‌মের আবুল হাসান (৩১), কমরুল হক (২১) ও বদরপুর থানা অধীন মাজরকা‌ন্দি গ্রা‌মের শা‌কিম হাসান (২২)। বাজেয়াপ্ত কা‌লোবাজারী মূল‌্য অনুমানিক কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। পরে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে। সোমবার এই মামলার তদন্তকা‌রী পু‌লিশ অ‌ফিসার বিশাল ছেত্রী ধৃত‌দের করিমগঞ্জ জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ কর‌লে আদালতের নির্দেশে এদিনই তা‌দের ঠাঁই হয় জেল হাজ‌তে।

Author

Spread the News