পাথারকান্দির চামটিলায় এ‌পি-ল‌রি সংঘ‌র্ষ: গুরুতর আহত তিন

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : পাথারকান্দিগপ ফের দুর্ঘটনায় আহত হলেন চালকসহ যাত্রী। এ ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাথারকান্দি থানা অধীন দেওলাখাল এলাকার চামটিলায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক এ‌পি চালকসহ দুই যাত্রী।প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ একটি এ‌্যা‌পি রিক্সা যাত্রীদের নিয়ে আট নম্বর জাতীয় সড়ক ধরে সলগই থেকে পাথারকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। চামটিলা এলাকায় পৌঁছালে একই রুটের আরেকটি এ‌পি ওভারটেক করার চেষ্টা করে চালক। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এপি দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সজোরে ধাক্কার ফলে এ‌পি-র সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পাশাপাশি, অন্য এপি-র চালক আব্দুল বাচিতও আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল বাচিত, নারায়ণ বৈদ্য ও পূর্ণিমা বৈদ্যকে প্রথমে পাথারকান্দি সামগ্রিক হাসপাতাল ও পরে শ্রীভূমি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, নারায়ণ বৈদ্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পাথারকান্দি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো বাজেয়াপ্ত করেছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, ট্রাফিক বিধি লঙ্ঘন ও বেপরোয়া গাড়ি চালনার কারণেই পাথারকান্দিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রথমজনের বাড়ি দুল্লভপুরে এবং বাকিদের বাড়ি সলগইয়ে।

পাথারকান্দির চামটিলায় এ‌পি-ল‌রি সংঘ‌র্ষ: গুরুতর আহত তিন

Author

Spread the News