ঝোড়ো হাওয়া, গাছ পড়ে মৃত্যু তিন পর্যটকসহ ৬ জনের

ঝোড়ো হাওয়া, গাছ পড়ে মৃত্যু তিন পর্যটকসহ ৬ জনের

৩১ মার্চ : ঝোড়ো হাওয়ার তাণ্ডবে হিমাচল প্রদেশের কুল্লুতে গাছ পড়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে ৩ জনই মহিলা। রবিবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথিমক ভাবে জানা গেছে, একটি গুরুদ্বারের কাছে গাছটি ধসে পড়ে। তখন কয়েকজন নিচে বসে ছিলেন। তাদের উপরে গাছ পড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে প্রশাসনের সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৩ জন পর্যটক (Tourist)। একজন রাস্তার ধারের ফেরিওয়ালা ও গাড়িচালক। ঘটনার পর পুলিশের দল কুলুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন, যে ভূমিধসে ছয়জন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। মণিকরণ স্টেশন হাউস অফিসার (এসএইচও) এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে, উদ্ধার ও ত্রাণ কাজের তদারকি করে। পুলিশ এখনও মৃতদের পরিচয় জানতে পারেনি।

ঝোড়ো হাওয়া, গাছ পড়ে মৃত্যু তিন পর্যটকসহ ৬ জনের
Spread the News
error: Content is protected !!