নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন, প্রাণ গেল কিশোরী সহ তিনজনের

নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন, প্রাণ গেল কিশোরী সহ তিনজনের

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দুর্গা পূজোর নবমীর উচ্ছ্বাসের মাঝেই ডিব্রুগড়ের লেপেটকাটিতে শোকাবহ সড়ক দুর্ঘটনা ঘটল। একটি চার চাকার বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও এক কিশোরী রয়েছে।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা খালে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে চেঁচা মৈদামের কাছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছিল নম্বর AS 04 S 5355।

নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন, প্রাণ গেল কিশোরী সহ তিনজনের

গাড়িটি শিবসাগর থেকে ডিব্রুগড়ের দিকে আসছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

কিন্তু চিকিৎসকরা হাসপাতালে তিনজনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন কলিপদ মুখার্জি, দেবাংঙ্গ বিশ্বাস কাশ্যপ এবং কিশোরী মিতা মুখার্জি।

Spread the News
error: Content is protected !!