ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক তামিলনাড়ু, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

১ ডিসেম্বর : বছরের শেষলগ্নে ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হল তামিলনাড়ু। ঘূর্ণিঝড় ‘ফেনগাল’-এর তাণ্ডবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতেরা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সন্ধেয় তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ফেনগাল’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি। রাতভর তুমুল বৃষ্টির জেরে স্বাভাবিক জীবন ব্যাহত তামিলনাড়ুতে। মৌসম ভবন জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চেন্নাইয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তিনজনের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক। বৃষ্টির মধ্যে এটিএম-এ টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

শনিবার চেন্নাই বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছিল, ঘূর্ণিঝড় ‘ফেনগাল’-এর কারণে বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধে পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাল রাতেও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। রবিবার ভোর চারটে থেকে চেন্নাই বিমানবন্দরে ফের পরিষেবা চালু হয়েছে। তবে এখনও বিমান ওঠানামায় দেরি হচ্ছে।

তুমুল বৃষ্টির কারণে তামিলনাড়ুর চেন্নাই সহ একাধিক জেলায় রাস্তাঘাট জলমগ্ন। জল জমেছে একাধিক সরকারি হাসপাতালেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত তামিলনাড়ুর জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
খবর : আজকাল ডট ইন।

ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক তামিলনাড়ু, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু
Spread the News
error: Content is protected !!