সাগরে ভেসে প্রাণে ফিরলেন ৯ জেলে, নিখোঁজ তিন

১১ জুলাই : বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে টানা চারদিন লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন বাংলাদেশের বরগুনার পাথরঘাটা উপজেলার ৯ জেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

জানা যায়, গত শনিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এফবি সাইকূল’ নামের একটি মাছ ধরার ট্রলার রবিবার সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া মাঝি কবির হোসেন বলেন, ভোরে ট্রলার উলটে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়েন। তারপর আমরা ৯ জন প্রাণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি।

চারদিন ধরে খাবার, জল ও বিশ্রাম ছাড়া তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন তারা। প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান, লবণাক্ত জল খেয়ে কোনওরকমে তাঁরা বেঁচে ছিলেন এবং শেষ পর্যন্ত সোনারচর উপকূলের কাছাকাছি চলে আসেন।

এদিকে, নিখোঁজ তিনজন— খবির আলি মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রিকে নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। ট্রলার মালিকের ভাই পরিচয় দেওয়া একজন দাবি করেছেন, ওই তিনজনকেও নাকি পাওয়া গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেনি নৌপুলিশ।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়াদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে তাদেরও উদ্ধার করা হয়েছে, তবে আমরা এখনও নিশ্চিত নই।

Author

Spread the News