দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ থেকে তিন সাইবার অপরাধী গ্রেফতার

বরাক তরঙ্গ, ৩ মার্চ : দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ হাটসিঙ্গিমারি এলাকায় পুলিশ সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আসাদুল ইসলাম (২৫), হাসানুর জামান (২৮) ও কোবাদ আলি মোল্লা (২৮)। পুলিশ তাদের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ সহ বেশ কয়েকটি অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রতাপ দাসের নেতৃত্বে খারুবন্ধা পুলিশের একটি দল ফকিরগঞ্জে অভিযান চালায় এবং প্রধান অভিযুক্ত হেকমত আলি পলাতক থাকলেও সাফল্য অর্জন করে। সাইবার অপরাধী দলটি জেলার বিভিন্ন অংশে এবং পার্শ্ববর্তী মেঘালয়ের জাল ক্রিপ্টোকারেন্সি অ্যাপে বিনিয়োগের জন্য প্রায় দুই হাজার লোককে প্রলুব্ধ করেছিল। যারা এই জাল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছিল তারা এক মাসে মূলধনের ২ শতাংশ পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং অনলাইন গেমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করেছিল।

দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ থেকে তিন সাইবার অপরাধী গ্রেফতার

এদিকে, হাটসিঙ্গিমারি জেলা পুলিশ অপরাধী দলটি প্রায় ২০কোটি টাকা লুট করার পরে গ্যাংয়ের তিনজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে জেলা পুলিশ সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং এই ধরনের জাল বিনিয়োগ এড়াতে সাধারণ মানুষের কাছে আবেদন জানায়। উল্লেখযোগ্যভাবে, বৈঠকে উপস্থিত জেলা পুলিশ সুপার হরেন তাকবি এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানিয়েছেন যে চিনা দুর্বৃত্তরা এই জাল ক্রিপ্টোকারেন্সি সাইবার অপরাধে জড়িত।

Author

Spread the News