চুড়াচাঁদপুর জেলার সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত তিন সিকেএমএ সদস্য

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নিরাপত্তা বাহিনী মণিপুরের চুড়াচাঁদপুর জেলার বেহিয়াং পুলিশ স্টেশনের অধীনে ভারত-মায়ানমার সীমান্তের ফেইসাট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত তিন সন্ত্রাসীকে আটক করেছে বাহিনী। ধৃতরা সিকেএমএ (চিন কুকি মিজো আর্মি) এর সদস্য।

মঙ্গলবার আটক করা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬২ এমএম একে-৪৭, দু’টি ম্যাগাজিন, একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ২২ এমএম একক শট রাইফেল ১৫টি সজীব গুলি, নগদ টাকা, আধার কার্ড, দু’টি কেনবো দুই চাকার যান, দু’টি ছুরি এবং কিছু মোবাইল ফোন।

Spread the News
error: Content is protected !!