শিলচর বাইপাসে ইয়াবা সহ আটক তিন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : ঘুংঘুুর বাইপাস থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ তিন ব্যক্তিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। একটি চার চাকার বাহন থেকে পুলিশ দুই প্যাকেটে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ধৃতরা হল জিরিঘাট লালপানির নিজাম উদ্দিন (৫৬), ডিমডুয়ানলুং রংমাই (৫০), তার বাড়ি জিরিঘাটের রামগোজামগে ও কাছাড়ের শিলডুবির কামাল উদ্দিন (৫০)।

পুলিশ তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায়, উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৬ কোটি টাকা হবে।

Author

Spread the News