যোরহাটের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার লোক
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ডিব্রুগড়, তিনসুকিয়া, ধুবড়ির পর এবার মূলত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিতে যোরহাটের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ল মানুষ। হাতে হাতে মশাল নিয়ে মঙ্গলবার রাতে ঐতিহাসিক রাজমাও পুখুরীপাড়ে নেমে আসেন অগণিত মানুষ। সবার একটাই দাবি – “ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও, সিএএ বাতিল করো এবং বিদেশিদের বহিষ্কার করো।”
এই বিক্ষোভ মিছিলকে থামাতে এগিয়ে আসে পুলিশও। প্রায় এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয় মিছিল আটকে দেওয়ার জন্য। কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে হাজারো মানুষ এগিয়ে চলে। বিশাল পুলিশ বাহিনীও শেষ পর্যন্ত জনস্রোত রুখতে পারেনি। জনতা যোরহাট শহরের মধ্য দিয়ে মিছিল করে আবার রাজমাও পুখুরীপাড়ে গিয়ে একত্রিত হয় এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
বিক্ষোভকারীরা স্লোগান তোলে –
“মরলেও মরব, জনজাতিকরণের মর্যাদা আদায় করব।” “ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও।” “মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যাবাদী।” “কেন্দ্রীয় সরকার গো ব্যাক।” “রাজ্য সরকার গো ব্যাক।” “অসম পুলিশ মুর্দাবাদ।” “সিএএ আইন বাতিল করো, বিদেশিদের বহিষ্কার করো।” এই সব স্লোগানে যোরহাটের পরিবেশ তুমুল উত্তাল হয়ে ওঠে।
এদিকে, মিছিল চলাকালীন কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ঠেলাঠেলি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিশাল প্রতিবাদ স্পষ্ট করে দিল যে, ভবিষ্যতে যদি ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণের মর্যাদা না দেওয়া হয়, তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এর প্রভাব নিশ্চিতভাবেই পড়বে।