প্রখর রোদ উপেক্ষা করে জুবিনের অ্যাম্বুলেন্সের পেছনে হাজার হাজার মানুষ

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : এতটা মায়া, এতটা আকুলতা, এতটা হাহাকার! কোটি কোটি মানুষের আশীর্বাদ বুকে নিয়ে স্বর্গের পথে শেষ যাত্রায় জুবিন। গুয়াহাটি বিমানবন্দর থেকে খানাপাড়া পর্যন্ত মানুষের ঢল। প্রখর রোদের মধ্যেও ভক্তরা ছুটে চলেছে জুবিনকে বহন করা অ্যাম্বুলেন্সের পেছনে। গুয়ারাহাটির রাজপথে এখন জনসমুদ্র।
প্রিয় শিল্পীকে একবার কাছ থেকে দেখার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা। বরঝাড় থেকে জাতীয় মহাসড়কের দু’ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড়। পুষ্পসজ্জিত বাহনে করে আসছেন জুবিন গর্গ—কেবল নিথর হয়ে।

উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে দিল্লি আনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। পরে এয়ার ইন্ডিয়ার AXB1197 বিমানে করে বরঝাড়ে আনা হয়  জুবিন গর্গকে। এরপর জুবিনের দেহ নিয়ে যাওয়া হবে কাহিলীপাড়ায়।

Spread the News
error: Content is protected !!