বিজেপিকে যাঁরা ভোট দিয়েছেন তাঁরা রাষ্ট্রের উন্নয়ন চান : পরিমল
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ মে : আমাকে নয়, বিজেপি কে যাঁরা ভোট দিয়েছেন তাঁরা কল্যাণকামী সরকার গঠনের লক্ষ্যে সহায়তা করেছেন বলে দাবি করেছেন রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার সোনাইর নতুন রামনগর মণ্ডলের আয়োজিত কর্মিসভায় মুখ্য অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ যাঁরা বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা কল্যাণকামী সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে দেখে নয়, বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাঁরা সহায়তা করেছেন।
দীর্ঘ বক্তব্যে তিনি কংগ্রেস দলের সমালোচনা বলেন, হাজার হাজার শহিদের তাজা রক্তে আমরা সবাই ভারত মাতাকে ইংরেজের কাছ থেকে মুক্ত করেছিলাম। ইংরেজকে কংগ্রেসের সাকরেদ আখ্যা দিয়ে বলেন, লেডি মাউন্টভেটেনের সঙ্গে গোপন চুক্তি করে কংগ্রেস দেশ ভাগ করে ভারতমাতাকে বিভাজিত করেছিল। গদীর লোভে জওহরলাল নেহেরু দেশ ভাগ করে ভারতমাতা কে দুর্বল করেছিল। স্বাধীনতার ৭০ বছরে এই কংগ্রের দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল। কংগ্রেসের বিরোধিতা করে আমাদের অখণ্ড ভারত গঠনের লক্ষ্যে ১৯৮০ সালে বিজেপি দলের জন্ম দিয়েছিলেন।বিজেপির ১৫ বছরের রাজত্বে দেশে আমুল পরিবর্তন ঘটে। বিজেপির প্রথম প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার গঠন করে নতুন যুগের সুচনা করেছিলেন। কংগ্রেস দল লাগাতার ৫০- ৫২ বছরে যা করতে পারে নি প্রয়াত বাজপেয়ীজি তা করে দেখিয়ে দিয়ে গেছেন। পরবর্তীতে মোদির কাজকর্মে আকৃষ্ঠ হয়ে ১০ বছর গদীতে রয়েছেন তিনি। এবার হ্যাটট্রিক করছেন মোদি। সভায় মণ্ডল সভাপতি লায়েন্বা সিংহ, সম্পাদক অপ্পু কুমার দাস, জেলা মাইনোরিটি সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।