এবার UPPSC প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার ৬
২৪ জুন : নিট কেলেঙ্কারির মধ্যেই এবার নজর উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। ইউপিপিএসসির (UPPSC) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের অভিযোগ, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরও-এআরও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সঙ্গে যোগসূত্র রয়েছে মধ্যপ্রদেশের। কারণ ভোপালের এক প্রিন্টিং প্রেসেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রেসের এক কর্মীর দৌলতেই ফাঁস হয় প্রশ্নপত্র।
গত ১১ ফেব্রুয়ারি ইউপিপিএসসি পরীক্ষা হয়েছিল। কিন্তু তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ২ মার্চ পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ এসটিএফ। তদন্তে নেমে জানা যায়, পরীক্ষার অন্তত ৮ দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। প্রথমে প্রিন্টিং প্রেস থেকেই প্রশ্নপত্র বের করে মোটা টাকায় বিক্রি করা হয়েছিল। তারপর পরীক্ষার দিন প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনায় প্রিন্টিং প্রেসের কর্মী সুনীল রঘুবংশীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা হলেন সুভাষ প্রকাশ, বিশাল দুবে, সন্দীপ পাণ্ডে, অমরজিৎ শর্মা এবং বিবেক উপাধ্যায়। এই ঘটনায় আরও একজন মহিলা জড়িত বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।