এবার মরিয়ানিতে স্বামীকে শিরশ্চেদ স্ত্রীর

বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচর, গুয়াহাটির পর এবার মরিয়ানে স্বামী নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য সামনে এল। স্বামীকে শিরশ্চেদ করল স্ত্রী। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। মারিয়ানির শিলিখা চা বাগানের ১১ নম্বর লাইনে সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ডটি।

বাগানের সুরজিত রবিদাস (৩২) নামে যুবককে রাতে তার স্ত্রী লক্ষীমণি গঞ্জ রবিদাস (২৬) গলা কেটে হত্যা করেন। হত্যা করার পর তার স্ত্রী লক্ষীমণি এবং মা অনিলা রবিদাস মরিয়ানী থানায় আত্মসমর্পণ করেন।

পারিবারিক কলহের জেরে এই খুন হয়েছে বলে জানা গিয়েছে৷ মহিলা তার স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে।

Author

Spread the News