সলগই বাজারে দোকানে চুরি, সিসি ক্যামেরা ভেঙে পালালো চোরেরা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বাজারিছড়া থানা অধীন সলগই বাজার সংলগ্ন ডেঙ্গারবন্দে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ডেঙ্গারবন্দে রবিবার গভীর রাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিক সত্যপ্রকাশ গোয়ালা প্রতিদিনের মতো রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ তার দোকান বন্ধ করে পাশের ঘরে বিশ্রামের জন্য চলে যান। সব কিছু স্বাভাবিক থাকলেও পরদিন সোমবার সকালে দোকান খোলার পর তার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য—দোকানে চুরি হয়েছে! এ দৃশ্য দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে যান। চোরের দল অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের পেছনের কাঠের জানালাটি ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রথমেই তারা দোকানের নজরদারির জন্য স্থাপন করা সিসি ক্যামেরা সিস্টেমটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে যাতে তাদের গতিবিধি ধরা না পড়ে। এরপর তারা ইনভার্টার, ব্যাটারি এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনা জানাজানি হতেই বাজারিছড়া থানার পুলিশকে তা অবহিত করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার বেচে যাওয়া কিছু ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের চেষ্টা চালায়।এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।